প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০০:০০
লক্ষ লক্ষ ভক্তের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে চাঁদপুর অযাচক আশ্রমে আন্তর্জাতিক ধ্যান মন্দির নির্মাণ কাজ। গতকাল ২২ জুলাই শনিবার ঊষালগ্নে ধর্মীয় বিধি বিধান মেনে নির্মাণাধীন ধ্যান মন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী বিশিষ্ট লেখক ও সংগঠক, জেলা চরিত্রগঠন আন্দোলনের উপদেষ্টা চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত। তিনি অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রী স্মামী স্বরূপানন্দ পরমহংসদেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অগণিত ভক্ত অনুরাগীদের প্রাণের দাবি ও ইচ্ছে ছিলো তাদেরই প্রাণপ্রিয় গুরুদেবের জন্মস্থানে আন্তর্জাতিক মানের একটি মন্দির নির্মাণ করা। যে মন্দির দর্শনে ছুটে আসবে দেশ-বিদেশের অগণিত ভক্তবৃন্দ। আজ তাদের সেই স্বপ্ন পূরণের পথে। সম্মিলিত প্রচেষ্টায় তারা ধ্যান মন্দির নির্মাণে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। আজ ছাদ ঢালাইয়ের কাজে কর্তৃপক্ষের আমন্ত্রণে এখানে আসতে পেরে আমার ভালো লাগছে এই ভেবে যে, আজকের এই মহতী অনুষ্ঠানে তারা কোনো জাতিগত সম্প্রদায়ের কথা চিন্তা করেন নি। অসাম্প্রদায়িক চেতনা থেকেই তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি তাদের এই মহতী উদ্যোগ ও কাজের সফলতা কামনা করছি। স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ধর্ম প্রচার করতে গিয়ে কখনো সাম্প্রদায়িকতাকে প্রাধান্য দেননি। প্রাধান্য দিয়েছেন সামাজিকতাকে। প্রাধান্য দিয়েছেন মনুষ্যত্বকে। যিনি অকপটে বলতে পেরেছেন আমি জানিতে চাহিনা তুমি কতটুকু হিন্দু আর কতটুক মুসলমান, কতটুকু বৌদ্ধ আর কতটুকু খ্রিস্টান। আমি জানিতে চাই বন্ধু তুমি কতটুকু মানুষ। তাই আজ আমাদেরকে সর্বাগ্রে মানুষ হতে হবে, হতে হবে ভালো মানুষ। এগিয়ে যেতে হবে অসাম্প্রদায়িক চেতনায়। মানুষের প্রতি মানুষের ভালোবাসাই হলো প্রকৃত ধর্ম। তিনি আশ্রমের প্রয়াত অধ্যক্ষ কবিরাজ সুরঞ্জন ব্রহ্মচারীর কথাও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
উদ্বোধনী পর্বে অন্যান্য অতিথির মাঝে উপস্থিত ছিলেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী (পিপি), জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক বিমল চৌধুরী প্রমুখ।
অযাচক আশ্রম পরিচালনা পরিষদের অধ্যক্ষ ও সভাপতি স্বরূপ ব্রহ্মচারীর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠনের সভাপতি প্রবাল চৌধুরী, সহ-সভাপতি তাপস কান্তি সরকার, সাধারণ সম্পাদক সুজিত কুমার দে, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক রাধেশ্যাম কুরী, সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান গৌতম সাহা, সাংস্কৃতিক সম্পাদক রোটারিয়ান মানিক রায়, আশ্রম পরিচালনা পরিষদের সহ-সভাপতি দুলাল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক তাপস চন্দ্র দাস, যুগ্ম সম্পাদক অঞ্জন দাস, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক মৃনাল কান্তি দাস, দপ্তর সম্পাদক প্রণব সাহা, অর্থ সম্পাদক সঞ্জয় ভূমিক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনতোষ সাহা, কার্য নির্বাহী সদস্য গৌতম ঘোষ, সুকুমার রায়সহ প্রমুখ ভক্তবৃন্দ।
ঢালাই কাজ শুরুর প্রাক্কালে সমবেত প্রেমধ্বনি ও মঙ্গল শঙ্খধ্বনি এবং অখণ্ড সংহিতা পাঠ করা হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশ্ব অখণ্ড সংঘ প্রধান শ্রীশ্রী দাদামণি তপন ব্রহ্মচারী মহোদয় উদ্বোধনী পর্বে যোগ দেন এবং নির্মাণ কাজের অগ্রগতি প্রত্যক্ষ পূর্বক সকলের মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য, অযাচক আশ্রমের প্রতিষ্ঠাতা, অভিক্ষা মন্ত্রের উদগাতা, মহান চরিত্রগঠন আন্দোলনের সুমহান শ্রষ্টা, যুগস্রষ্টা ঋষি পরমারাধ্য গুরুদেব অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব পূর্ণ পৌষের একদা এক শুভ মঙ্গলবারে শীতের কুয়াশা ঢাকা প্রভাতে পুণ্যভূমি চাঁদপুর পুরাতন আদালত পাড়ায় জন্মগ্রহণ করেন। আজ তাঁরই পুণ্যজন্মস্থানে গড়ে উঠছে আন্তর্জাতিক মানের ধ্যানমন্দির, যে মন্দির দর্শনে ছুটে আসবে দেশ-বিদেশের অগণিত ভক্ত।