প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০০:০০
কচুয়া উপজেলাধীন খাজুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ জন মাদক ব্যবসায়ীকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর। ১৯ জুলাই বিকেল সাড়ে তিনটায় এ অভিযান করে ডিএনসি।
সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান, পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়ার খাজুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ এলাহি বাহাদুর (৪২)-এর দেহ তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করেন। এ বিষয়ে পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।