প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০০:০০
চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী (২০২৪-২৫), চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটাঃ মাহবুবুর রহমান সুমন রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২-এর জিএমএল (গভর্নরস মান্থলি লেটার) পাবলিকেশন টিমের কো-চেয়ারম্যান মনোনীত হয়েছেন। ২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত রোটাঃ সুমন ওই দায়িত্ব পালন করবেন। রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২-এর ডিস্ট্রিক্ট গভর্নর (২০২৩-২৪) রোটাঃ ইঞ্জি মোঃ মতিউর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি রোটাঃ সুমনকে পাঠানো হয়।
উল্লেখ্য, চিটাগাং খুলশি রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটাঃ ইঞ্জিঃ মোঃ মতিউর রহমান রোটারী আন্তর্জাতিক ডিস্ট্রিক-৩২৮২, বাংলাদেশের ২০২৩-২৪ সালের ডিস্ট্রিক গভর্নর নির্বাচিত হন। রোটারী ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া অফিসের তত্ত্বাবধানে গত ৭ থেকে ২২ এপ্রিল পর্যন্ত ই-ভোটিংয়ের মাধ্যমে ঐ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রোটারিয়ান ইঞ্জিঃ মোঃ মতিউর রহমান নির্বাচিত হন। তিনি ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত রোটারী গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।
এদিকে রোটাঃ মাহবুবুর রহমান সুমন ২০১৬ সালে চাঁদপুর রোটারী ক্লাবের সদস্য হন। এর আগে তিনি ১৯৯০ সালে চাঁদপুর সেন্ট্রাল রোটার্যাক্ট ক্লাবের চার্টার মেম্বার (প্রতিষ্ঠাতা সদস্য) হিসেবে রোটারী আন্দোলনে যোগ দেন। পরে তিনি ঐ ক্লাবের সেক্রেটারী (১৯৯২-৯৩) ও সভাপতির (১৯৯৫-৯৬) দায়িত্ব পালন করেন। তিনি দেশে এবং দেশের বাইরে রোটারী-রোটার্যাক্ট সম্পর্কিত বিভিন্ন সভা, সেমিনার, সমাবেশ ও সম্মেলনে যোগ দেন।
১৯৯২ সালে ভারতের কলকাতায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় রোটার্যাক্ট সম্মেলনে-রোটাশিয়া’৯২-এ তিনি ক্লাবের একমাত্র প্রতিনিধি হিসেবে যোগদান করেছিলেন। চলতি বছর তিনি কলকাতায় রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৯১-এর কনফারেন্সেও অংশ নেন। রোটাঃ সুমন ২০২২-২৩ রোটারীবর্ষে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের পাবলিক রিলেশন কমিটির কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩-২৪ রোটারীবর্ষে তিনি ডিস্ট্রিক্ট জিএমএল টিমের কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।
রোটাঃ মাহবুবুর রহমান সুমন ২০২২-২৩ রোটারী বর্ষে ডিস্ট্রিক্ট বেস্ট রোটারিয়ানের পুরস্কার অর্জন করেন। গত ২৪ জুন কুমিল্লা শহরের ফান টাউনের কনভেনশন হলে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২-এর অ্যাওয়ার্ড সেরিমনিতে তার হাতে ওই পুরস্কার তুলে দেন তৎকালীন ডিস্ট্রিক্ট গভর্নর রোটাঃ রুহেলা খান চৌধুরী। বেস্ট রোটারিয়ানের পুরস্কার ছাড়াও রোটাঃ মাহবুবুর রহমান সুমন পোলিও ফান্ডে কন্ট্রিবিউশন ও ডিস্ট্রিক্ট ইভেন্টে সর্বোচ্চ উপস্থিতি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেন।
রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাকালীন চীফ রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর প্রবাহের সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৬ সালে দৈনিক ইল্শেপাড়ের প্রতিষ্ঠালগ্নে যুগ্ম সম্পাদক হিসেবে যোগ দেন। এছাড়া তিনি দেশের খ্যাতিমান পত্রিকা প্রথম আলোর কন্ট্রিবিউটর হিসেবেও প্রায় ৩ বছর কাজ করেন। সাংবাদিক সুমন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
চাঁদপুর সরকারি কলেজ থেকে স্নাতক মাহবুবুর রহমান সুমন চাঁদপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি চাঁদপুরের নাট্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠী এবং গুয়াখোলা ক্রীড়া চক্রের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির একজন আজীবন সদস্য। ছাত্রজীবনে তিনি ৬ বছর ঢাকার তেজগাঁওস্থ নাখালপাড়া উচ্চ বিদ্যালয় স্কাউটস দলের নেতৃত্ব দেন এবং চাঁদপুর সরকারি কলেজের বিএনসিসি দলের সদস্য ছিলেন।