প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০০:০০
জাতীয় নাট্যোৎসবে অংশগ্রহণের জন্যে কাল শনিবার বর্ণচোরা নাট্যগোষ্ঠী ‘বিচ্ছু’ নাটক নিয়ে মুন্সিগঞ্জ যাচ্ছে। মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী নাট্যসংগঠন হিরণ-কিরণ থিয়েটারের প্রতিষ্ঠার ত্রিশ বছর উপলক্ষে চার দিনব্যাপী জাতীয় নাট্যোৎসব গতকাল ২০ জুলাই বৃহস্পতিবার মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে।
চার দিনব্যাপী এই জাতীয় নাট্যোৎসবের তৃতীয় দিন কাল ২২ জুলাই চাঁদপুরের ঐতিহ্যবাহী নাট্যসংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠী মলিয়ের-এর কমেডি ‘বিচ্ছু’ নাটক মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ করবে। বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি শুকদেব রায় ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীর নেতৃত্বে সংগঠনের ১৫ সদস্যের একটি টিম ওইদিন সকালে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে চাঁদপুর থেকে রওনা হবে।
মলিয়ের-এর কমেডি দ্যাট স্কাউড্রেল স্ক্যাপি অবলম্বনে তারিক আনাম খান রূপান্তরিত বিচ্ছু নাটকের নির্দেশনা দিয়েছেন শরীফ চৌধুরী। নাটকে অভিনয় করেছেন : রতন খান, নূরে আলম নয়ন, নাজমুল হোসেন বাপ্পী, কামরুজ্জামান শিশির, লিটন গাজী, আসমা আক্তার, চৈতী শীল তৃণা, ঐশী দাস, রাহুল মন্ডল ও শরীফ চৌধুরী। আলোক পরিকল্পনায় শুকদেব রায়। আবহ সঙ্গীতে প্রণব ঘোষ।