মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ০০:০০

করোনায় ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের ইন্তেকাল
হাছান খান মিসু ॥

চাঁদপুর পৌর ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মহসিন মজুমদার মন্টু করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। বুধবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন সদালাপী ও সাদা মনের মানুষ। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে, স্ত্রী, ভাই, বোন, আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর তার জানাজার নামাজ বাবুরহাটস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়।

এদিকে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ জহিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল্লাহ খানসহ প্রচার সম্পাদক মনির হোসেন গাজী, পৌর ১৪নং ওয়ার্ড কাউন্সিলর খায়রুল ইসলাম নয়ন মিজি, ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক শাহআলম মজুমদার নান্নু, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন শেখ, ফারুক মজুমদার, আবদুল কাদের মিয়া, হুমায়ুন কবির দুলাল মাল, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক পাটোয়ারীসহ আওয়ামী লীগের অন্যান্য নেতা-কর্মী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়