মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ০০:০০

হাজীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশের অভিযোগ
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জের ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কবির হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগসহ সংবাদ সম্মেলন করেছেন একই ইউনিয়নের গ্রাম পুলিশ স্বপন সাহা (৪২)। চেয়ারম্যান কর্তৃক এই গ্রাম পুলিশকে মারধরসহ গালমন্দের অভিযোগ আনা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ সম্মেলেন লিখিত বক্তব্য পড়েন গ্রাম পুলিশ। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক মহিউদ্দিন আল আজাদ। স্বপন সাহা ঐ ইউনিয়নের দক্ষিণ রায়চোঁ গ্রামের মৃত নারায়ণ সাহার ছেলে।

হাজীগঞ্জ বাজারস্থ একজন আইনজীবীর চেম্বারে এই সংবাদ সম্মেলনে স্বপন সাহা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কবির হোসেন মিয়াজীর বিরুদ্ধে মৌখিক অভিযোগ এনে বলেন, গত ৭ আগস্ট শনিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে করোনা ভ্যাকসিন নিবন্ধন (গণটিকা)কে কেন্দ্র করে স্থানীয় সংসদকে নিয়ে আপত্তিকর মন্তব্য ও উন্নয়ন কমিটি (উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটি)কে গালমন্দ করেন তিনি। এ সময় তিনি প্রতিবাদ করলে ইউপি চেয়ারম্যানসহ আরো ক’জন তাকে মারধর ও গালমন্দ করেন।

সংবাদকর্মীদের মাধ্যমে প্রশাসনের কাছে সু-বিচার কামনা করে তিনি বলেন, মারধরের সময় আমি গ্রাম পুলিশের পোশাক পরা অবস্থায় ছিলাম। ওই দিন মারধর ছাড়াও বিভিন্ন সময়ে ইউপি চেয়ারম্যান তাকেসহ অন্যান্য গ্রাম পুলিশ সদস্যদের গালমন্দ করারও অভিযোগ করেন তিনি। এই মারধরের অভিযোগে তিনি ১০ আগস্ট মঙ্গলবার হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান। এ সময় স্বপন সাহা সংবাদকর্মীদের উদ্দেশ্যে অভিযোগের কপি পড়ে শোনান।

গ্রাম পুলিশ স্বপন সাহার অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব কবির হোসেন মিয়াজী মুঠোফোনে জানান, তার (গ্রাম পুলিশের সদস্য স্বপন সাহার) অভিযোগটি সত্য নয়। অপর এক প্রশ্নের জবাবে কবির হোসেন বলেন, আমি যদি এমপি স্যারসহ উন্নয়ন কমিটিকে গালমন্দ ও তাকে মারধর করে থাকি, তাহলে সে প্রমাণ দিক।

স্বপন সাহার অভিযোগের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, বিষয়টি তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা তকদিল হোসেন ও গ্রাম পুলিশের সদস্য নূরজাহান বেগম। এছাড়া হাজীগঞ্জের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়