মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত ৩ : এলাকায় আতঙ্ক
  •   শিক্ষা খাতে নজিরবিহীন রদবদল: একযোগে চার বোর্ড চেয়ারম্যানকে ওএসডি
  •   মধ্যরাতের আতঙ্ক
  •   চীনা সেনাদের ভারতের অরুণাচলে অনুপ্রবেশ: বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনা তুঙ্গে
  •   আপনার টাকা কোথায় গেল?

প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ০০:০০

কচুয়ায় যুবলীগের মানববন্ধন
ফরহাদ চৌধুরী/মেহেদী হাসান ॥

কচুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপনের বিরুদ্ধে ‘কচুয়ার ডাক’ নামের ফেসবুক পেইজে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে আবারো মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলা যুবলীগ। বৃহস্পতিবার উপজেলা যুবলীগের উদ্যোগে কচুয়া বিশ্বরোডের চৌরাস্তা মোড়ে বিকেল ৪টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আহসান হাবীব জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মাসুদ, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার, যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘কচুয়ার ডাকে’র সম্পাদক ও প্রকাশক সাখাওয়াত হোসেন টিটু লন্ডনে বসে কচুয়ার পৌর মেয়র নাজমুল আলম স্বপনসহ কচুয়ার প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মনগড়া মিথ্যা-বানোয়াট সংবাদ পরিবেশন করে নিজেকে ভাইরাল করতে চান। দলীয় পরিচয় দিলেও মূলত তিনি আওয়ামী লীগের কেউ নন।

তারা আরও বলেন, কচুয়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন তৃণমূল থেকে উঠে আসা একজন নিবেদিতপ্রাণ কর্মী। তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। নৌকা প্রতীকে দুবারের নির্বাচিত মেয়র। তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশোভনীয় মন্তব্যের তীব্র নিন্দা জানাই। এ আপত্তিকর মন্তব্য পরিহার করতে হবে। নতুবা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতশত নেতা-কর্মী অংশগ্রহণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়