বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০০:০০

চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে মায়েদের বেশি ভূমিকা রাখতে হবে

---------------------জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ

সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে মায়েদের বেশি ভূমিকা রাখতে হবে
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে বৃত্তি পরীক্ষার-২০২৩-এর বৃত্তিপ্রাপ্ত কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন শনিবার বিকেলে চাঁদপুর রোটারী ভবনে উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বৃত্তিপ্রাপ্ত কৃতী ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ ও ক্রেস্ট তুলে দেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়া।

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের পাশাপাশি অভিভাবক বিশেষ করে শিক্ষার্থীর মায়েদের ভূমিকা বেশি রাখতে হবে। তিনি ছাত্র-ছাত্রীদের মায়েদের প্রতি অনুরোধ করে বলেন, একজন মা-ই পারে তার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল-মামুন পাটওয়ারী ও চাঁদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর খাইরুল ইসলাম নয়ন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন, অ্যাসোসিয়েশনের পরীক্ষা নিয়ন্ত্রক ও নিউ নেশন একাডেমির প্রতিষ্ঠাতা শেখ মোঃ হারুন অর রশিদ, এমুলেট একাডেমির প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন, অ্যাসোসিয়েশনের জেলা সহ-সভাপতি ফারুক আহমেদ, নির্বাহী সদস্য একেএম ফজলুল হক সেলিম, সদরের সহ-সভাপতি ফয়জুল হক প্রমুখ।

অনুষ্ঠানে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র দে-এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কবি নজরুল একাডেমির পরিচালক আবু হানিফ, অ্যাসোসিয়েশনের সদস্য ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওমর ফারক সুমন, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, অ্যাসোসিয়েশনের জেলা শিক্ষা সচিব আইয়ুব খান, যুগ্ম সাধারণ সম্পাদক আইডিয়াল একাডেমির পরিচালক নিয়াজ মোরশেদসহ আরো অনেকে।

অনুষ্ঠানে বিভিন্ন কিন্ডারগার্টেনের পরিচালক শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া ১২শ’ শিক্ষার্থীর মধ্যে বৃত্তিপ্রাপ্ত ২০৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা সনদ ও সম্মাননা প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়