শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২১

দৈনিক আদি বাংলা পত্রিকার প্রতিনিধি সভা

সংবাদ মাধ্যমে যারা কাজ করেন তারা সমাজের প্রতিচ্ছবি

-------------জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা

অনলাইন ডেস্ক
সংবাদ মাধ্যমে যারা কাজ করেন তারা সমাজের প্রতিচ্ছবি

চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক আদি বাংলা পত্রিকার ৪র্থ বর্ষ পদার্পণ উপলক্ষে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে চাঁদপুর শহরের কুমিল্লা রোড (চক্ষু হাসপাতালের সামনে)-এর ভবনের ৩য় তলায় পত্রিকা কার্যালয়ে আয়োজিত এ প্রতিনিধি সভা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন।

এ সময় প্রধান অতিথি বলেন, আমি বিশ্বাস করি সংবাদ মাধ্যমে যারা কাজ করেন তারা সমাজের প্রতিচ্ছবি। যে বিষয়টি জানি না, সকালবেলায় সংবাদপত্র দেখে সে বিষয়টা আমি জেনে যাই। নিজেকে আপডেট করার জন্যে, নিজেকে সমৃদ্ধ করার জন্যে সংবাদপত্রের কোনো বিকল্প নেই। আমি আশা করছি, আদি বাংলা পত্রিকায় তাদের যে স্লোগান ‘সত্যে আদি, সত্যে নিষ্ঠা’ এই স্লোগানকে সামনে রেখে সামনের দিনগুলোতে আরও সমৃদ্ধ হবে। তিনি আরো বলেন, সংবাদ হতে হবে দেশের তরে, দেশের মানুষের প্রয়োজনে। প্রতিটি সংবাদ হতে হবে মানুষের উপকারের জন্যে, সমস্যা সমাধানের জন্যে। সাংবাদিকরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সংবাদ তৈরি করতে হবে। আর আমি মনে করি সেই আদর্শ নিয়ে প্রকাশিত হচ্ছে দৈনিক আদি বাংলা ।

পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এমরান হোসেন রাজনের সভাপতিত্বে ও সহ-সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাশেদ জাহান তুষার ও আবদুল কাদের গাজী। শুভেচ্ছা বক্তব্য রাখেন মফস্বল সম্পাদক মো. রাসেল গাজী, চীফ রিপোর্টার জাবেদ হোসেন, ফরিদগঞ্জ উপজেলা ব্যুরো প্রধান নারায়ন রবি দাস প্রমুখ। এছাড়াও সভায় সকল উপজেলা প্রতিনিধি তাদের মতামত ব্যক্ত করেন। সভায় স্টাফ রিপোর্টার সোহাগ, মিজানুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি মো. দিপু প্রধান, মতলব উত্তর উপজেলা প্রতিনিধি মো. শাহীন আলম, হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি নূর মোহাম্মদ পাটওয়ারী, শাহরাস্তি প্রতিনিধি আবু মুছা আল শিহাব উপস্থিত ছিলেন।

সভাশেষে পত্রিকাটির ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কেটে উদযাপন এবং প্রতিনিধিদের মাঝে প্রেস কার্ড বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়