প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১০
প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
ফরিদগঞ্জে প্রত্যাশী রুস্তম আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারি ২০২৫) দিনব্যাপী অনুষ্ঠিত এই ক্রীড়া আয়োজন শেষে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোহাম্মদ আলী জিন্নাহ'র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে ক্রীড়ার বিকল্প নেই। বর্তমানে মোবাইল ফোন নামক ডিজিটাল মাদক আমাদের জন্যে নতুন হুমকি। এর থেকে পরিত্রাণ পেতে অভিভাবকদের আরো বেশি সচেতন হতে হবে। এই বিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রম দেখে আমি মুগ্ধ। আশা করছি আগামীদিনে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব কার্যক্রমের মাধ্যমে উপজেলার গণ্ডি পেরিয়ে জেলায় ভালো স্থান করে নেবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, হাঁসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম ও প্রাক্তন শিক্ষার্থী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু। সবশেষে অতিথিবৃন্দ ক্রীড়ায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।