বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৫

হাফেজ মাহমুদা পৌর বালিকা উবির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মানুষ হিসেবে আমাদের গড়ে তোলে বিদ্যালয়

--------------------পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া

স্টাফ রিপোর্টার
মানুষ হিসেবে আমাদের গড়ে তোলে বিদ্যালয়

চাঁদপুর শহরের পুরাণবাজার হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে (৬ ফেব্রুয়ারি ২০২৫) বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন করা হয়। দুপুরে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুর জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. গোলাম জাকারিয়া।

তিনি বলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্যে একটি বিশেষ দিন। আজকের এই দিনটিকে শিক্ষার্থীরা উৎসবের মতো পালন করে। আমরাও ছেলেবেলায় এই দিনটির জন্যে মুখিয়ে থাকতাম। তোমরা যারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছো তাদের সকলের প্রতি আমার অভিবাদন রইলো।

তিনি বলেন, আমরা মানবজাতি হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করি। এরপর আমাদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠতে হয়। মানুষ হিসেবে আমাদের গড়ে তোলে বিদ্যালয়। শিক্ষার্থীদের মানুষ এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। তাই শিক্ষকরা এই পেশাকে সম্মানের সাথে নিবেন। আর বাবা-মা তার সন্তানদের মানুষ হিসেবে গড়ে তোলার জন্যে শিক্ষকদের সহযোগিতা করবেন।

তিনি আরো বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে যেমন শিক্ষার্থীর প্রয়োজন রয়েছে, তেমনি ভালো শিক্ষকেরও প্রয়োজন আছে। ভালো শিক্ষক না থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতি হয়। এই বিদ্যালয়টি চাঁদপুর পৌরসভা কর্তৃক পরিচালিত। তাই এখানে পৌরসভার পক্ষ থেকে আমাদের অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। তা পালনে আমরা সচেষ্ট আছি। বিদ্যালয়ের সম্পত্তি যেনো বেদখল না হয় তার জন্যে কাজ চলছে। বিদ্যালয়ের আয়ের উৎস তৈরি করতে হবে। প্রয়োজনে আমরা বেদখল হওয়া সম্পত্তিতে দোকান তৈরি করে তা ভাড়া দেবো। এজন্যে এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি। নতুন ভবন করার পরিকল্পনা রয়েছে। যদি আমি থাকি, তবে কাজটা শুরু করে যাবো। আর না থাকলেও পরিকল্পনা দিয়ে যাবো।

প্রধান শিক্ষক শাহানা নার্গিসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম ভূঁইয়া। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো বক্তব্য রাখেন চাঁদপুর পৌর শিক্ষা কর্মকর্তা ও শহিদ জাবেদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, পীর মোহসিন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক রৌশন আরা বেগম, বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী, সহ-সভাপতি মনোরঞ্জন সূত্রধর, নকিবুল ইসলাম চৌধুরী, সদস্য শামীম হাসান জুয়েল চৌধুরী, উত্তম কুমার গোস্বামী প্রমুখ। উপস্থিত ছিলেন পিটিএ কমিটির নুরুল ইসলাম চৌধুরী, দাদন মিয়া, আলমগীর হোসেন মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন, মাও. মোজাম্মেল মিয়াজী. মো. রেজাউল হক শিমুল মিয়াজী, কামরুল ইসলাম সোহেল, বিশ্বনাথ দাস, মোঃ মহসিন বেপারীসহ শিক্ষক মণ্ডলী ও অভিভাবকগণ । ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওমর ফারুক। এ সময় বিদ্যালয়ের শিক্ষক মো. ইকরামুল হক, মো.সফিকুর রহমান, মহসীন গাজীসহ অন্য শিক্ষকবৃন্দ সহযোগিতা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়