প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২১
আল আমিন মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আমাদের নৈতিকতাসম্পন্ন দেশপ্রেমিক নাগরিক হতে হবে
---জেলা সহকারী শিক্ষা অফিসার জাকির হোসেন পাটোয়ারী
চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কস্থ গুনরাজদী আল আমিন মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১০টায় মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী জেলা শিক্ষা অফিসার জাকির হোসেন পাটোয়ারী। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদ্রাসা শিক্ষার্থীরা দেশের সেবায় কোনো অংশে কম নয়। তারা পিছিয়ে নেই, বরং একটি বৈষম্যমুক্ত দেশ গড়ার ক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীরা অনেকাংশ এগিয়ে। বিশেষ করে মাদ্রাসা শিক্ষার্থীরা দেশ এবং সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখছে। তিনি আরো বলেন, আমাদের নৈতিকতাসম্পন্ন দেশপ্রেমিক নাগরিক হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, গভর্নিং বডির সদস্য চাঁদপুর জজকোটের সিনিয়র আইনজীবী ও সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট শেখ আবুল খায়ের মুহাম্মদ সালেহ, মাদ্রাসার সদস্য ও চাঁদপুর জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. শাহজাহান খান, আল আমিন এতিমখানা কমপ্লেক্সের সেক্রেটারী মাও. মো. আবদুর রহমান গাজী প্রমুখ ।
অধ্যক্ষ মাও. আ.জ.ম. বিলাল হোসাইনের সভাপতিত্বে এবং মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা রিয়াদ হোসাইন চাঁদপুরীর সঞ্চালনায় সভায় মাদ্রাসার ছাত্র হাফেজ সাকিব হাসান পবিত্র কোরআন তেলাওয়াত করেন। নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন মো. আবদুর রহমান। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে ২২ জানুয়ারি মাদ্রাসা মাঠে বিভিন্ন ইভেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।