প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৫
ফরিদগঞ্জে নবতিপর বৃদ্ধার মরদেহ উদ্ধার
ফরিদগঞ্জে আম্বিয়া খাতুন (৯৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের বিষুরবন্দ গ্রাম থেকে নবতিপর (নব্বই বছরের বেশি বয়সী) এই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত সোনা মিয়া মজুমদারের স্ত্রী ও ২ ছেলেসহ ৫ সন্তানের জননী।
|আরো খবর
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক বছর পূর্বে তার স্বামী মারা যান। এর পর তিনি স্বামীর বাড়িতেই ছিলেন। প্রতিদিনের ন্যায় বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) রাতে খাওয়া দাওয়া শেষে তিনি ঘুমিয়ে পড়েন। ভোররাতে আম্বিয়া খাতুনের ছেলের ঘরের নাতনি আছমা আক্তার বাথরুমে যেতে জেগে উঠলে দেখেন, তার দাদী বাথরুমের আড়ার সাথে গলায় কালো রশিতে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছেন। পরে তার ডাকচিৎকার শুনে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক জাকির হোসেন সঙ্গীয়দের নিয়ে মরদেহ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহআলম বলেন, বৃদ্ধা আম্বিয়া খাতুনের মৃত্যুর কারণটি নিশ্চিত হওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।