প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৯
মতলবে অবৈধ ইটভাটায় অভিযান
৬ লাখ টাকা জরিমানা, ইটভাটা বন্ধ
![৬ লাখ টাকা জরিমানা, ইটভাটা বন্ধ](/assets/news_photos/2025/02/06/image-58701-1738855443bdjournal.jpg)
মতলব দক্ষিণ উপজেলায় চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে। যৌথ এই অভিযানে ৩টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করে এই ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৫) উপজেলার বাইশপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন চাঁদপুর জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
|আরো খবর
জানা যায়, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) ২০১৩ (সংশোধিত) ২০১৯-এর ৫ (১) ও ৫ (২) লংঘন করে ইটভাটা পরিচালনা করায় ৩টি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়। ইটভাটাগুলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় পানি দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ ফোর্স সহযোগিতা করেন।
জরিমানা আদায় করে বন্ধ করে দেয়া ইটভাটাগুলো হলো : মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর এলাকার মতলব স্ট্যান্ডার্ড ব্রিকস, মেসার্স শাহপরান ব্রিকস ও মেসার্স সিএসবি ব্রিকস।
পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় এ তিনটি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা ও ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে। অবৈধভাবে পরিচালিত ইটভাটাসমূহের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।