প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ০০:০০
![কোস্টগার্ডের অভিযানে ১৩০০ কেজি জাটকা জব্দ](/assets/news_photos/2023/03/13/image-30639.jpg)
মতলব উত্তর উপজেলা বাহেরচর এলাকায় একটি নৌকা থেকে ৩৭ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। ১২ মার্চ রোববার দুপুরে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার আনুমানিক ভোর ৬টায় বাংলাদেশ কোস্টগার্ড আউট পোস্ট মোহনপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে মতলব উত্তরের বাহেরচর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি ফাইটার বোট তল্লাশি করে আনুমানিক ১৩০০ কেজি (৩২.৫ মণ) জাটকা জব্দ করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জব্দকৃত জাটকার প্রকৃত মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, পরবর্তীতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মামুনুর রশীদের উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও অসহায় দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।