প্রকাশ : ১৩ মার্চ ২০২৩, ০০:০০
![আমার ওয়াদাকৃত পৌরসভার সকল কাজ সম্পন্ন করবো](/assets/news_photos/2023/03/13/image-30631.jpg)
চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, আমি অনেক দেনা ও বড় বড় সমস্যা নিয়ে পৌরসভার দায়িত্ব নিয়েছি। আমি আমার নির্বাচনী ইশতেহারে ওয়াদা করেছিলাম এই পৌরসভাকে একটি নান্দনিক পৌরসভায় রুপ দেবো। কিন্তু দেনায় জর্জরিত থাকা এই পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া বেতন ও কোটি কোটি টাকা বিদ্যুত বকেয়া পরিশোধ করি। আর এটি করি পৌরসভার নিজস্ব আয় থেকে। এজন্যে পৌরসভার অনেক নাগরিক সমস্যা সমাধানে কিছুটা বিলম্ব হয়। পৌরসভার যেসব অসম্পূর্ণ কাজ আছে সেগুলো সম্পন্ন করবো। ইতিমধ্যে আমরা বেশ কিছু প্রকল্পের আশ্বাস পেয়েছি। আমরা আমাদের মাননীয় সংসদ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সহযোগিতা নিয়ে খুব শীঘ্রই এগুলো বাস্তবায়ন করবো। বিশেষ করে রাস্তাঘাট, ড্রেন নির্মাণসহ নাগরিক যতো সমস্যা এগুলো এলাকাভিত্তিক অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন কাজ শুরু করেছি। ১২ মার্চ রোববার দুপুরে চাঁদপুর শহরের সব্দার খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রথান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সব্দার খান সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নতুন ভবন পায়নি, এটি আমি শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে ব্যবস্থা নেবো। অন্য সমস্যারও বিষয়টি তুলে ধরবো।
স্কুল ম্যানেজিং কমিটির এম আব্দুল আজিজের সভাপতিত্বে ও শিক্ষক সোহাগ প্রধানীয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, ৯নং ওয়ার্ড কাউন্সিলর চাঁন মিয়া মাঝি, স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মাসুদা নূর খান।
বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রেজ্জাক সিদ্দীকী, মোঃ রবিউল হোসেন ও উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হাই। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বর্তমান সদস্য ফারুক খান, স্কুল অভিভাবক কমিটির সভাপতি মোঃ নূরুল আলম খান, স্কুলের প্রধান শিক্ষিকা নাজনীন আক্তার।