বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ০০:০০

পুরাণবাজার জগন্নাথ মন্দিরে শ্রীশ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উদযাপন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর পুরাণবাজার সার্বজনীন শ্রীশ্রী জগন্নাথ মন্দিরে শুভ গৌরপূর্ণিমা উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ৫৩৯তম শুভ আবির্ভাব তিথি উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে আয়োজিত ৩দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের দ্বিতীয় দিন সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে ব্যাপক ভক্ত নর-নারীর উপস্থিতিতে মহাপ্রভুর সন্তুষ্টি কামনায় নিরামিষ কেক নিবেদন করা হয়। আনুষ্ঠানিকভাবে মহাপ্রভুর আবির্ভাব তিথির কেক কাটেন পুরাণবাজার হরিসভাস্থ শ্রীশ্রী চন্দ্রেশ্বরী কালী মাতা মন্দিরের প্রতিষ্ঠাতা সদস্য বিশিষ্ট ধর্মানুরাগী টুটন বণিক। এ সময় সার্বজনীন শ্রীশ্রী জগন্নাথ মন্দিরের অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাসাধীকারী, সহ-সভাপতি বিমল চৌধুরী, সাধারণ সম্পাদক ডাঃ সহদেব দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ প্রদীপ দেবনাথ, মহাদেব দত্ত, বিশ্বনাথ বণিক, ডাঃ বিপ্লব কুমার রায়, নিতাই পোদ্দার, চন্দ্রেশ্বরী কালীমাতা মন্দিরের প্রতিষ্ঠাতা সদস্য খোকন সাহা, মনোতোষ সাহা, সুমন সাহা, সুকুমার সাহা, মিন্টু রায়, সঞ্জয় পোদ্দারসহ বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। ভক্তবৃন্দের উচ্ছ্বসিত হরিনাম কীর্তন ও জয় মহাপ্রভু ধ্বনিতে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠে। পরে ভক্তদের মাঝে অনুকল্প প্রসাদ বিতরণ করা হয়। পরদিন ৮ মার্চ বুধবার মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শ্রীশ্রী জগন্নাথ মিশ্রের নন্দোৎসব। এ উপলক্ষে সকাল থেকে পর্যায়ক্রমে শ্রীশ্রী রাধামাধবের শৃঙ্গারদর্শন আরতী ও গুরুপূজা, গৌরপূর্ণিমার পারন, শ্রীমন মহাপ্রভুর ভোগ আরতি কীর্ত্তন, শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত পাঠ অনুষ্ঠিত হয়। পাঠ করেন ভারত থেকে আগত বৈষ্ণব চরণ দাস বাবাজী মহারাজ। দুপুর ২ টায় অনুষ্ঠিত হয় মহাপ্রসাদ বিতরণ। মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠানে চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিশিষ্ট ধর্মানুরাগী সুভাষ চন্দ্র রায়, জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও সামাজিক, সাংস্কৃতিক, সংগঠনের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো ভক্ত উপস্থিত ছিলেন।

৩ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে সন্ধ্যাকালীন সময় শ্রীমদ্ভাগবত পাঠ করেন মন্দিরের অধ্যক্ষ বিশাল গোবিন্দ দাসাধিকারী ও ভারত থেকে আগত বৈষ্ণব চরণ দাস বাবাজী মহারাজ। অনুষ্ঠানে ব্যাপক ভক্তসমাবেশ পরিলক্ষিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়