বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ মার্চ ২০২৩, ০০:০০

চাঁদপুর পৌর ইসলামী আন্দোলনের সম্মেলন
স্টাফ রিপোর্টার ॥

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর পৌর শাখার সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকালে শহরের বিপণীবাগ আইএবি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সেক্রেটারী কে এম ইয়াসিন রাশেদ সানী।

তিনি বলেন, বর্তমানে দেশে রাজনৈতিক সঙ্কট চলছে। এই রাজনৈতিক সঙ্কট সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় সঙ্কটে রূপ নিয়েছে। রাষ্ট্রীয় সঙ্কট দূর করতে পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

চাঁদপুর পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীরের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোহাম্মদ শরীফ মৃধা ও সাংগঠনিক সম্পাদক হাফেজ আহসানুল্লাহর যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল।

এছাড়াও সম্মেলনে আরো বক্তব্য রাখেন পৌর ইসলামী আন্দোলনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, হাফেজ শাহাদাত হোসেন, মাওলানা আব্দুর রশিদ প্রমুখ।

সম্মেলনে আগামী ২০২৩-২৪ সেশনের জন্যে চাঁদপুর পৌর ইসলামী আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও সেক্রেটারী মোহাম্মদ শরীফ মৃধা। পরে ঘোষিত নতুন কমিটির নেতাদের শপথবাক্য পাঠ করানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়