প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ০০:০০
![কচুয়ায় ১০১ শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ](/assets/news_photos/2023/03/10/image-30513.jpg)
‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ এই স্লোগানে কচুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ১০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আঃ মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার রসুল, ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন, মোঃ আলমগীর হোসেন, আব্দুস সালাম সওদাগর, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুবাস চন্দ্র সেন, মোঃ জামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।