বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ০০:০০

বালিথুবা মা-রহমত ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ
সোহাঈদ খান জিয়া ॥

ফরিদগঞ্জের বালিথুবার মেসার্স মা-রহমত ব্রিক ফিল্ডের বিরুদ্ধে চাঁদপুরের জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। যার অনুলিপি বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে। গত ৯ মার্চ বৃহস্পতিবার এ অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়, এ ব্রিক ফিল্ডের কারণে প্রচুর ফসলি জমি নষ্টসহ ট্রাক্টর চলাচলে সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে। উক্ত এলাকায় ব্যাংক, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পরিষদ রয়েছে। এছাড়া ১ কিলোমিটারের মধ্যে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ব্রিক ফিল্ডের চারপাশে ফসলি জমি ও বসত বাড়ি রয়েছে। ব্রিক ফিল্ড সংলগ্ন তিনপাশে এলজিইডির পাকা সড়ক ও ইরিগেশন প্রকল্প রয়েছে।

গত ১৪ জানুয়ারি শনিবার দুপুরে এলাকার সাধারণ মানুষের অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর এবং সহকারী কমিশনার (ভূমি) আজিজুন নাহারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত লাইসেন্স বিহীন ইটভাটার কার্যক্রম বন্ধ করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে। ইটভাটার মালিক পুনরায় ইটভাটার কার্যক্রম শুরু করলে ১৯ জানুয়ারি অভিযান পরিচালনা করে সম্পূর্ণ বন্ধ করে দেয়। কিন্তু চতুর ইটভাটার মালিক ২৩ জানুয়ারি হতে পুনরায় ইটভাটার কার্যক্রম শুরু করলেও প্রশাসন নিশ্চুপ থাকে। এ ইটভাটা হতে সৃষ্ট ধোঁয়ার কারণে এলাকার সাধারণ মানুষ ও বয়োজ্যেষ্ঠ লোকজন শ্বাসকষ্টজনিত সমস্যা ও অ্যাজমা রোগে আক্রান্ত হচ্ছে। এলাকার ফসলি জমি ও গাছপালা সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে যাচ্ছে। তাদের পরিবেশগত ছাড়পত্র নেই ও জেলা প্রশাসনের কোনো অনুমতি নেই। যার অনুলিপি সংসদ সদস্য চাঁদপুর-৩, মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর ঢাকা, সংসদ সদস্য চাঁদপুর-৪, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদগঞ্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদগঞ্জ, সহকারী কমিশনার (ভূমি) ফরিদগঞ্জ, অফিসার ইনচার্জ ফরিদগঞ্জ, উপ-পরিচালক, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম ও চেয়ারম্যান ২নং বালিথুবা ইউনিয়ন বরাবর দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়