বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ০০:০০

স্থানীয় সরকারের প্রতিটি স্তরকে উন্নয়নে কাজে লাগাতে কাজ করছে সরকার
প্রবীর চক্রবর্তী ॥

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব হাবিবুর রহমান বলেছেন, সরকার ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদসহ প্রতিটি স্থানীয় সরকারের স্তরকে উন্নয়নে কাজে লাগাতে কাজ করছে। এজন্যে নানাবিধ প্রকল্প গ্রহণ করছে। সেই সাথে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব প্রতিটি প্রতিষ্ঠানের নেয়া কর্মকাণ্ড বিষয়ে জনগণকে জানানোর জন্যে নিয়মিত তাদের ওয়েবপেজ আপডেট করতে হবে। জনগণ যাতে সহজেই তাদের কাঙ্ক্ষিত জানার বিষয়টি জানতে পারে। বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জে তথ্য অধিকার আইন-২০০৯, এমআইএস ও স্বপ্ন প্রকল্প নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও তাসলিমুন নেছার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদা আক্তার, ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিএস তছলিম। এছাড়া উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ, মোঃ শাহজাহান, এসএম কাউছারুল আলম কামরুল এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সহিদ উল্ল্যা তপদার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়