বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১০ মার্চ ২০২৩, ০০:০০

যুবদল কেন্দ্রীয় সম্পাদকের মুক্তির দাবিতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার ॥

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাসহ অন্য নেতৃবৃন্দের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদে চাঁদপুর শহরে বিক্ষোভ মিছিল করেছেন নেতা-কর্মীরা।

৯ মার্চ বৃহস্পতিবার বিকেলে নতুনবাজারস্থ চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের আয়োজন করে চাঁদপুর জেলা যুবদল।

সভাপতির বক্তব্যে জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক বলেন, অবিলম্বে মোনায়েম মুন্নার মুক্তি দাবি করছি। গ্রেফতার, হত্যা, গুম, খুন এই সরকারের একটি নিয়মিত অধ্যায় হয়ে গেছে। সরকার ভেবেছে, এভাবে গ্রেফতার, গুম, খুন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে। কিন্তু বিএনপিকে দমিয়ে রাখা সম্ভব নয়। কারণ বিএনপি এদেশের মাটি ও মানুষের দল। তিনি অবিলম্বে যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার নিঃশর্ত মুক্তির দাবি জানান। আর তা না হলে আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দেন।

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহারের পরিচালনায় আরো বক্তব্যে রাখেন জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কামাল পাটওয়ারী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবিন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন সাগর, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন বেপারী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজ্জাক হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়