বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ০০:০০

বঙ্গবন্ধুর ভাষণটি শুনলে আজও শরীরের রক্ত টগবগ করে ওঠে
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে প্রথমে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পৌরসভার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ শেষে দাঁড়িয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পৌরসভা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের ভাষণে অনুপ্রাণিত হয়ে বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো। এই ভাষণ বিশ্বের শ্রেষ্ঠ ভাষণের অন্যতম। আমরা নয় মাস যুদ্ধ করেছি, যার প্রধান অনুপ্রেরণা ছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ। ১৮ মিনিটের ভাষণে বাঙালি পেয়েছিলো স্বাধীনতার দিক নির্দেশনা। এরপর সশস্ত্র মুক্তিযুদ্ধ, ৯ মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জিত হয়। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটিকে ২০১৭ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো বিশ্ব ইতিহাসের দলিল হিসেবে গ্রহণ করে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কণ্ঠের ওই ভাষণটি শুনলে যুবকের ন্যায় আজও আমার শরীরের রক্ত টগবগ করে ওঠে। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তখন যেভাবে ওই পাকিস্তানি হানাদারদের থেকে দেশকে স্বাধীন করতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। আমার জীবনের অনেকটা সময় কাটিয়েছি যুদ্ধে, সংগ্রামে আর আন্দোলনের মধ্য দিয়ে। প্রয়োজনে আবারো ডাক এলে দেশদ্রোহীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বো।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও কাউন্সিলর জাহিদ হোসেনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র-২ মাজহারুল ইসলাম মিরন, কাউন্সিলর মোহাম্মদ হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন, ছাত্রনেতা শরীফ মৃধা প্রমুখ।

এ সময় প্যানেল মেয়র-১ আব্দুল মান্নান পরানসহ পৌর পরিষদের অন্যান্য কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও দিনব্যাপী মাইকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়