বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ০০:০০

৭ মার্চের ভাষণেই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা করেন
অনলাইন ডেস্ক

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ দিবস উপলক্ষ্যে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, ৭ মার্চের ভাষণ বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ। এর গুরুত্ব বহুমাত্রিক। পাকিস্তানের অত্যাচারের বিষয়টি এ ভাষণের মাধ্যমে তিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরেন। ১৮ মিনিটের এই ভাষণটি ছিল অলিখিত। বঙ্গবন্ধুর এ ভাষণটি শুনে বাঙালিরা মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ হয়েছিলো। তিনি বলেন, এ ভাষণটি আমাদের ভবিষ্যৎ অনুপ্রেরণা হয়ে থাকবে। শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মাকছুদুর রহমানের সঞ্চালনায় সকাল ১১টায় অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। ৭ মার্চের তাৎপর্য তুলে ধারে আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ আনোয়ার উল্ল্যা, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান জনাব স্বপন কুমার পাল, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সেলিম, শিক্ষক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক প্রদীপ কুমার দাস, প্রভাষক সুমন মিয়া ও প্রভাষক উজ্জ্বল হোসেন। এ সময় সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক আ.ন.ম. মফিজুর রহমান। মোনাজাতে তিনি ১৫ আগস্ট বুলেটের আঘাতে শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারবর্গ এবং মহান মুক্তিযুদ্ধে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া সদ্য প্রয়াত মুন্সি বাড়ির কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ মুন্সির আত্মার মাগফেরাত কামনা করেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি এবং মাননীয় সংসদ সদস্য, মুক্তিযুদ্ধকালীন ১নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়