প্রকাশ : ০৭ মার্চ ২০২৩, ০০:০০
![বিদ্যালয়ের ফটক যেন বিলবোর্ড...](/assets/news_photos/2023/03/07/image-30407.jpg)
অনলাইন ডেস্ক
চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল ক্যাম্পাসের মূল ফটকটি যেনো একটি বিলবোর্ড! বিদ্যালয়ের সামনে দাঁড়ালে এমনটিই মনে হবে। দেখা যায়, বিদ্যালয়ের দেয়ালের ভেতরের প্রায় সব ক’টি গাছের সাথে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন ঝুলে আছে। এমন ব্যানার-ফেস্টুন থাকায় বিদ্যালয়ের শোভা নষ্ট হচ্ছে বলে সমাজ সচেতনগণ মনে করছেন। ছবি : চাঁদপুর কণ্ঠ।