প্রকাশ : ০৭ মার্চ ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমএ হান্নান](/assets/news_photos/2023/03/07/image-30403.jpg)
ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয় মাঠে গতকাল ৬ মার্চ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিবিদ এমএ হান্নান। এ সময় তিনি বলেন, আমরা সবসময় দুনিয়ার কাজে ব্যস্ত থাকি। মনে রাখবেন দুনিয়ার এসব কিছুই কবরে যাবে না, শুধু যাবে আমল। এক শ্রেণির মানুষ আছে যারা জনগণের সম্পদ লুটতরাজ করে, দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে। যতই সম্পদ গড়েন না কেন, এসব রেখে একদিন আমাদেরকে চলে যেতে হবে।
তিনি আরো বলেন, এক সময় আমাদের দেশের প্রায় প্রতিটি বাড়িতে মক্তব ছিলো। সেখানে আমরা আরবি শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষাও অর্জন করতাম। মক্তব যেমন বিলুপ্ত হয়েছে, সাথে সাথে আমাদের নৈতিকতারও অবক্ষয় দেখা দিয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আমির হোসেন পাটওয়ারী। মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মোঃ হাছান গাজী ও শামিম হাসানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ মঞ্জিল হোসেন, সমাজসেবক ডাঃ আবুল কালাম আজাদ ও ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী।
এ সময় প্রধান অতিথির সফর সঙ্গীদের মধ্যে বক্তব্য রাখেন আবু জাফর খসরু মোল্লা, আমানত গাজী, আবদুল খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম নজু পাটোয়ারী ও মোঃ জামাল। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আশিকুর রহমান ও মাওলানা মোহাম্মদ হোসাইন আলী।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। এ সময় অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অতিথিরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা মোঃ জাকির হোসাইন।