বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগ
এমরান হোসেন লিটন ॥

আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও ইজারাদার কর্তৃক জোরপূর্বক পুকুর থেকে মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারী উপাধী তপদার বাড়ির মোঃ আবদুল হান্নান তপাদার বলেন, তার বসতঘরের পূর্ব পাশের পুকুরের চার আনা অংশ তার নিজের। পুকুরের অন্য অংশীদাররা তাদের অংশের পুকুর ইজারা দিলেও তার অংশের চার আনা তিনি নিজেই মাছ চাষ করেন। সে মোতাবেক তিনি তার অংশের পুকুরে মাছ চাষ করে আসছেন। কিন্তু হঠাৎ গত ১ মার্চ অন্য অংশের ইজারাদার জাহাঙ্গীর আলম পাটোয়ারী (সাং- পালতালুক, পাটওয়ারী বাড়ি) গং তাকে অবগত না করেই পুরো পুকুরের মাছ ধরে নিয়ে যায়। এ বিষয়ে জাহাঙ্গীরকে জিজ্ঞেস করতে গেলে তিনি উলটো আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে বিভিন্নভাবে গালাগাল করে এবং এ বিষয়ে আমি কোনোরকম বাড়াবাড়ি করলে আমাকে গুমণ্ডখুন করে ফেলবে বলে হুমকি দেয়।

হান্নান আরো বলেন, নিম্ন তফসিলভুক্ত সম্পত্তি নিয়ে তিনি বিজ্ঞ আদালতে মামলা করলে (যার নং ১৪২২/২০২২ ইং) বিজ্ঞ আদালত পুকুরে ১৫৪ ধারা জারি করেন এবং ফরিদগঞ্জ উপজেলা ভূমি অফিসকে নালিশি ভূমি নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেন। সে মোতাবেক আগামী ৯ মার্চ শুনানির দিন নির্ধারণ করেন। কিন্তু বিবাদী বিজ্ঞ আদালতের সকল আদেশ অমান্য করে পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যায়। তিনি প্রশাসন কর্তৃক ঘটনার সুষ্ঠু বিচার চান।

অন্যদিকে ইজারাদার জাহাঙ্গীর পাটোয়ারীর সাথে এ বিষয়ে কথা হলে তিনি বলেন, আপনারা যা মনে চায় লেখেন, এ বিষয়ে আমার কিছু যায় আসে না।

বিষয়টি নিয়ে মামলার তদন্তকারী এএসআই মাসুদ সরকারের সাথে কথা হলে তিনি বলেন, হান্নান তপাদারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করেছি। সুষ্ঠু সমাধানের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়