প্রকাশ : ০৬ মার্চ ২০২৩, ০০:০০
![স্বাধীনতার পক্ষের মানুষদের নিয়ে কাজ করতে হবে](/assets/news_photos/2023/03/06/image-30372.jpg)
সজিব ওয়াজেদ জয় পরিষদ চাঁদপুর জেলা শাখার পরিচিতি সভা শহরের নতুন বাজার পৌর নিউমার্কেটের তৃতীয় তলায় বঙ্গবন্ধু কমপ্লেক্স মিলনায়তনে গতকাল বিকেলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপ্রধানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন মতিউর রহমান টিপু। তিনি বলেন, স্বাধীনতার পক্ষের মানুষদের নিয়ে সজিব ওয়াজেদ জয় পরিষদ গঠন ও কাজ করতে হবে। দেশের জন্যে কিছু উন্নয়ন করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটি কোনো রাজনৈতিক সংগঠন নয়, সংগঠনটি সম্পূর্ণ সামাজিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে সারা দেশে উন্নয়নের সহায়ক ভূমিকা পালন করবে।
প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন খান রায়হান, চাঁদপুর জেলা সজিব ওয়াজেদ জয় পরিষদের প্রধান উপদেষ্টা নাজমুল হোসেন পাটওয়ারী, ডাঃ শেখ মোঃ মহসিন, ফেরদৌসী আক্তার, সিনিয়র সহ-সভাপতি নাছির হোসেন প্রমুখ। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আবুল গাজী।