প্রকাশ : ০৬ মার্চ ২০২৩, ০০:০০
![শিক্ষার্থীদের ক্রীড়া চর্চায় পারদর্শী হতে হবে](/assets/news_photos/2023/03/06/image-30369.jpg)
চাঁদপুর জেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কার্যক্রম বিদ্যালয়ের নিজস্ব মাঠে সম্পন্ন হয়েছে। গতকাল ৫ মার্চ রোববার সকাল ১০টায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম।
এ সময় তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীর কাছেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা একটি আনন্দের দিন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এদিনটিতে শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে তাদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হন। তারা এদিন উৎসবমুখর পরিবেশে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি ডিজিটাল বাংলাদেশ নির্মাণে সফল হয়েছেন, এখন স্মাট বাংলাদেশ নির্মানের লক্ষে এগিয়ে যাচ্ছেন। তাই তোমাদেরকে যোগ্যতা সম্পন্ন মানুষ হতে হলে শিক্ষা ও খেলাধুলায় সমান পারদর্শী হতে হবে। তোমাদের ভালো ফলাফল অর্জনে তোমাদের বাবা মা যেমন খুশি হন, তেমনি শিক্ষক-শিক্ষিকাসহ আমরাও খুশি হই। তাই যত সমস্যাই থাকুক না কেন, শিক্ষা অর্জনের ক্ষেত্রে তোমরা পিছপা হবে না। লেখাপড়া অর্জনের ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা মনে হলে প্রধান শিক্ষক বা ক্লাস শিক্ষকদেরকে জানাবে। আশাকরি তোমাদের সমস্যা নিরসনে তারা আন্তরিক হবেন। তিনি শত প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে ব্যবসায়ীদের সাহায্য সহায়তা নিয়ে নদী ভাঙ্গন কবলিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি কিভাবে আজকের এস্থানে নিয়ে আসতে সক্ষম হয়েছেন তার সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। তিনি বলেন, দেশ এগিয়ে যাচ্ছে তারই পাশাপাশি তোমরা শিক্ষার্থীগণও শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাবে, যোগ্য নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তোলবে-এ প্রত্যাশা আমাদের সকলের।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র দাস।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলী হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুরাণবাজার ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস, ২নং বালক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা নাসরিন, অভিভাবক সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেন মিয়াজী, আলী হোসেন জমাদার, সাবেক পৌর কমিশনার নজরুল ইসলাম বেপারী, বিদ্যালয়ের সাবেক শিক্ষক কল্পনা রাণী সরকার, মানসুর আহম্মদ, রাশেদা বেগম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী ইভা ও মীম। এর আগে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ জাতীয় পতাকা, ক্রীড়া ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন। অতিথিদের সম্মানার্থে শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন, নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন।
চলমান সকল আয়োজনই ছিলো উপভোগ করার মত একটি সুন্দর আয়োজন। পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
উদ্বোধন করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটি এবং চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিম।