প্রকাশ : ০৫ মার্চ ২০২৩, ০০:০০
জমি সংক্রান্ত বিরোধে এক বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের আলগী গ্রামের মিজি বাড়ির বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ হাই মিজি ও লতিফ মিজির সাথে জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন যাবৎ চলে আসছে।
৩ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে লতিফ মিজির ছেলে সোহেল মিজি (৩২), জাহাঙ্গীর মিজি (৩৫), আলমগীর মিজি (৪০), ফারুক মিজি (৫০), খোরশেদ মিজি (৩৮)সহ সংঘবদ্ধ ২০-৩০ জন দেশীয় অস্ত্র নিয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ হাই মিজির সম্পত্তি দখল করার চেষ্টা চালায়। তিনি এতে বাধা দিলে উল্লেখিত ব্যক্তিরা তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে পরিবারের সদস্যরা ৯৯৯ নম্বরে কল করে আইনপ্রয়োগকারী সংস্থার সহযোগিতা নিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আহতের পরিবারের পক্ষ থেকে চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী বলেন, আমি খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি। এর বাইরে তিনি আর কিছু বলতে চাননি।