প্রকাশ : ০৫ মার্চ ২০২৩, ০০:০০
![কচুয়ায় আওয়ামী লীগের উঠোন বৈঠক](/assets/news_photos/2023/03/05/image-30326.jpg)
বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রান্তিক জনগণের কাছে পৌঁছে দিয়ে তৃণমূল আওয়ামী লীগকে সুসংগঠিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্যে দলকে প্রস্তুত করতে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে কচুয়ায় উঠোন বৈঠক উদ্বোধন করা হয়েছে। শনিবার স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠোন বৈঠকে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেন, বাংলাদেশের রাষ্ট্রনায়ক শেখ হাসিনা প্রান্তিক জনগণের জন্যে যুগান্তকারী উন্নয়ন করে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করেছে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার মান বেড়েছে, মানুষ আগের চেয়েও অনেক ভালো ও নিরাপদ আছে। তিনি এ বিষয়গুলো সাধারণ মানুষকে বোঝাতে বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের নির্দেশ প্রদান করেন।
সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন খন্দকারের সভাপ্রধানে ও জসিম উদ্দিন লিটনের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান হাবিব মুজমদার জয়, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দীন সরকার, যুবলীগ নেতা ইঞ্জিঃ শামীম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বায়েজীদ প্রমুখ।
একইদিনে বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গাউছিয়া সোবাহানিয়া দাখিল মাদ্রাসার মাঠে স্থানীয় নেতা-কর্মী ও সকল শ্রেণির লোকজনের উপস্থিতিতে উঠোন বৈঠকে যোগদান করেন। পরে পৌরসভার কড়ইয়া মন্দিরে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের কীর্তন উৎসবে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।