প্রকাশ : ০৫ মার্চ ২০২৩, ০০:০০
![কচুয়ায় মাকসুদা হক ফাউন্ডেশনের চিকিৎসা ক্যাম্প ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা](/assets/news_photos/2023/03/05/image-30324.jpg)
কচুয়া উপজেলার হারিচাইল গ্রামে মাকসুদা হক ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শনিবার তৃতীয়বারের মতো ওই ফাউন্ডেশনের বর্ণাঢ্য আয়োজনে হারিচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার গরিব অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প, ঘর নির্মাণে আর্থিক সহায়তা, সেলাই মেশিন বিতরণ, বৃত্তি প্রদান, রক্তদান কর্মসূচি রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়। মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে ও হারিচাইল আদর্শ শিক্ষা কল্যাণ সংস্থার প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহাঙ্গীর আলম ও ইঞ্জিঃ কামাল হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে সেবা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।
এ সময় তিনি বলেন, মানবসেবার চেয়ে ভালো কোনো কাজ পৃথিবীতে নেই। ধর্ম-কর্ম পালনের পাশাপাশি মানবসেবায় আমাদের এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন, মাকসুদা হক ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে এলাকায় সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকায় এ ফাউন্ডেশনকে আন্তরিক অভিনন্দন জানাই। অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ গোফরানুল হক।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, ইউনিয়ন ব্যাংকের ম্যানেজার মনির হোসেন, বুরগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, হারিচাইল আদর্শ শিক্ষা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ও ফ্রি মেডিকেল ক্যাম্পের সদস্য সচিব আবু আব্দুল্লাহ নয়ন, মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সমাজসেবক জামাল হোসেন প্রমুখ। পরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, নগদ অর্থ সহায়তা ও ক্রেস্ট প্রদান করা হয়।