প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ০০:০০
![মেঘনা নদী হতে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার](/assets/news_photos/2023/03/04/image-30293.jpg)
চাঁদপুর শহরের পুরাণবাজার যুগিপট্টি এলাকায় মেঘনা নদী হতে বোরকা পড়া অজ্ঞাত (৩০) এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। ৩ মার্চ শুক্রবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের সময় লাশটি উদ্ধার করা হয় বলে চাঁদপুর নৌ থানার ওসি নিশ্চিত করেন।
ওসি কামরুজ্জামান জানান, ৫/৭ দিনের অজ্ঞাত এক নারী মৃতদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে নৌ থানা পুলিশ লাশটি উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরণের জন্য নিয়ে আসে। মৃত নারী শরীরে বোরকা এবং সাদা সালোয়ার-কামিজ পড়া ছিল।