প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ০০:০০
![চাঁদপুরে ঢাবি রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে গণতান্ত্রিক ঐক্য পরিষদ মনোনীত প্রার্থী পরিচিতি](/assets/news_photos/2023/03/04/image-30291.jpg)
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, যেকোন মূল্যে গণতান্ত্রিক ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করতে হবে। কেননা পতিক্রীয়াশীলরা কখনোই কোনো উন্নয়নে অবদান রাখতে পারে না। তাই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলেই নির্বাচনে জয় লাভ সম্ভব। শুক্রবার রাতে চাঁদপুর সার্কিট হাউজে ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন উপলক্ষ্যে গণতান্ত্রিক ঐক্য পরিষদ মনোনীত প্রার্থী পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।
গণতান্ত্রিক ঐক্য পরিষদ চাঁদপুরের সমন্বয়ক অ্যাডঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা বিএমণ্ডএর সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন নবী মাসুমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আইনজীবী মুহাম্মদ শফিক উল্যা, পিএইচডি গবেষক মোহাম্মদ ইকবাল মাহমুদ বাবুল, জাতীয় হৃদরোগ ইন্সস্টিটিউট ও হাসপাতাল শেরে বাংলা নগর-এর কার্ডিয়াক সার্জারী বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ কামরুল হাসান মিলন, গণতান্ত্রিক ঐক্য পরিষদ চাঁদপুরের সমন্বয়ক মোঃ মাহমুদ আহমেদ মিঠু, পুরাণবাজার ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক মোঃ হাসানসহ অন্যান্যরা।