বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ০০:০০

র‌্যাবের অভিযানে ৩২ হাজার ৫০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ী আটক
অনলাইন ডেস্ক

প্রেস বিজ্ঞপ্তি : গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি আভিযানিক দল গত ৩ মার্চ রাতে, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন মনোহরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে নেশা জাতীয় ৩২ হাজার ৫০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো : কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন নূরপুর এলাকার জসিম মিয়ার ছেলে হৃদয় আহমদ জিসান (২২), একই এলাকার বাদল মিয়ার ছেলে মোঃ সুমন (২০) ও একই থানাধীন তেলীকুণা গ্রামের মৃত শাহ আলমের ছেলে খোকন মিয়া (২৫)। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগণকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত মোটরসাইকেল ব্যবহার করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে র‌্যাব কর্মকর্তা জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়