প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ০০:০০
![বর্ণচোরা নাট্যগোষ্ঠীর হাসির নাটক ‘বিচ্ছু’](/assets/news_photos/2023/03/04/image-30289.jpg)
চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে আজ শনিবার রাত সাড়ে ৭টায় মঞ্চস্থ হবে বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাড়াজাগানো হাসির নাটক ‘বিচ্ছ’ু। স্বরলিপি নাট্যগোষ্ঠীর সম্প্রীতির বন্ধন উৎসবের চতুর্থ দিনে আমন্ত্রিত হয়ে ঐতিহ্যবাহী নাট্যসংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সদস্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠী মলিয়ের কমেডি ‘বিচ্ছু’ নাটক মঞ্চায়ন হবে।
দ্যাট স্কাউড্রেল স্ক্যাপি অবলম্বনে বিচ্ছু নাটকের রুপান্তর করেছেন তারিক আনাম খান। নির্দেশনা দিয়েছেন শরীফ চৌধুরী। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন : রতন খান, নূরে আলম নয়ন, নাজমুল হোসেন বাপ্পী, কামরুজ্জামান শিশির, লিটন গাজী, আসমা আক্তার, চৈতী শীল তৃণা, ঐশী দাস, রাহুল মন্ডল ও শরীফ চৌধুরী। আলোক পরিকল্পনায় রয়েছেন শুকদেব রায়। আবহ সঙ্গীতে সিয়াম খান। হাসির এই নাটকটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়েছেন বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সভাপতি শুকদেব রায় ও সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী।