প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ০০:০০
চাঁদপুর পৌরসভার সহযোগিতায় বিডি ক্লিন চাঁদপুরের বাস্তবায়নে পরিচ্ছন্ন বাগানে রূপান্তর হলো ময়লার ভাগাড়। 'আসুন শপথ করি যত্রতত্র ময়লা না ফেলার’ এ শ্লোগানকে নিয়ে চাঁদপুর শহরের রেলওয়ে কোর্ট স্টেশন প্লাটফর্মের যেখানে ময়লার ভাগাড় ছিলো, সেখানে গড়ে উঠলো সুন্দর একটি ফুল বাগান।
গতকাল ৩ মার্চ শুক্রবার দুপুরে আনুষ্ঠানিক বৃক্ষরোপণের মাধ্যমে এই বাগানের উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক চিলতে জায়গা খালি রাখা যাবে না। যেখানে এ ধরনের পতিত জমি পাওয়া যাবে সেখানেই বাগান গড়ে তুলতে হবে। সেই ধারায় আমরা চাঁদপুর পৌরসভা থেকে সহায়তা করে বিডি ক্লিন চাঁদপুরকে দিয়ে এখানে একটি সুন্দর বাগান গড়ে তুলতে পেরেছি। বিডি ক্লিনের সকল সদস্য যেভাবে এই ময়লার স্তূপ পরিষ্কার করে বাগান গড়ে তুলেছেন, তার জন্যে আমরা তাদেরকে স্বাগত জানাই। এমনিভাবে ময়লার ভাগাড় পরিষ্কার করে বাগান তৈরির মাধ্যমে নান্দনিক চাঁদপুর করতে চাই।
এ সময় উপস্থিত ছিলেন বিডিক্লিনের অতিরিক্ত সমন্বয়ক রফিকুল ইসলাম রাফি, জেলা সমন্বয়ক মশিউর রহমান, জেলা সহ- সমন্বয়ক আসিয়া আক্তার মিথিলা, সদর সমন্বয়ক জোবায়ের সিয়াম, সাইফুল ইসলাম রিয়াম, পারভেজ, শারমিন, সিয়াম মাহমুদ, জাহিদ, আশরাফুল, আজাদ, জান্নাত আক্তার তন্নিসহ বিডি ক্লিনের সদস্যরা।