বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ মার্চ ২০২৩, ০০:০০

নিজস্ব সংবাদদাতা ॥

এলাকার সংঘবদ্ধ কিশোর গ্যাং কর্তৃক অন্য এক কিশোরকে রাতের আঁধারে ফোন করে বিলের মধ্যে নিয়ে হামলা করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগের আলোকে জানা যায়, উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামতা গ্রামের মিজান বেপারীর ছেলে ফরহাদ বেপারী (২০)কে গত ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় এলাকার কিশোর গ্যাং নামে পরিচিত রাকিব গাজী (১৮) (পিতা তাজুল ইসলাম), রাশেদ বেপারী (২৫) (পিতা ইসমাইল), নুসু মিয়া বেপারী (১৯) (পিতা দেলোয়ার)সহ আরো ক’জন ফোন করে এলাকার টিটু মুন্সির ব্রিক ফিল্ডের পিছনে গহীন বিলে নিয়ে যায় এবং সেখানে নিয়ে তাকে এলোপাথাড়ি মারধর শুরু করে এবং তাকে প্রাণে মেরে ফেলার জন্য দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এ সময় কিশোর গ্যাংয়ের সাথে থাকা ফরহাদের বন্ধু সাইফুলের সহযোগিতায় তারা সেখান থেকে কোনোমতে প্রাণ নিয়ে ফিরে আসে। পরে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়। এ বিষয়ে ফরহাদের সাথে কথা হলে তিনি বলেন, রাকিব গাজি ও রাশেদ বেপারী গং আমার সাথে কথা আছে বলে আমার বন্ধু সাইফুলকে দিয়ে পার্শ্ববর্তী বাসারা গ্রামে আমার নানা বাড়ি থেকে আমাকে ফোন করে ঐ বিলের মধ্যে নিয়ে আসে। তখন আমার মাঝে কোনরকম সন্দেহ ছিল না। কিন্তু আমাকে টিটু মুন্সির ব্রিক ফিল্ডের পাশে গহীন এই বিলের মাঝখানে এনে এলোপাতাড়ি মারধর শুরু করলে আমি হতভম্ব হয়ে যাই। এ সময় আমার বন্ধু সাইফুলও হতভম্ব হয়ে যায় এবং সাইফুলের সহযোগিতায় সেখান থেকে আমরা ফিরে আসি। অন্যদিকে ফরহাদের মা এবং অভিযোগের বাদী রোকেয়া বেগম বলেন, আমার ছেলে যে কোনো সময় প্রবাসে চলে যাবে, আমার ছেলে এলাকায় সবার কাছে ভালো ছেলে বলে পরিচিত। আমার ছেলেকে ঘটনার উল্লেখিত স্থানে মেরে ফেলার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সাইফুলের কারণে আমার ছেলে সেখান থেকে ফিরে এসেছে, থানায় অভিযোগ করার পর বিবাদীরা আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এ বিষয়ে বাড়াবাড়ি করলে আমার ছেলেকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে। এ বিষয়ে তিনি প্রশাসনিকভাবে সুষ্ঠু বিচার চান।

অন্যদিকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা হলে তারা বলেন, কামতা এলাকায় কিশোর গ্যাংয়ের অত্যাচারে মানুষ অতিষ্ঠ। প্রশাসনের মাধ্যমে এলাকাবাসী এদের শায়েস্তার পদক্ষেপ কামনা করছেন।

অভিযোগের তদন্তকারী এসআই মোঃ সেলিম বলেন, এ বিষয়ে আমি বিভিন্নভাবে খবরাখবর নিয়েছি। এর সুষ্ঠু সমাধানে দুপক্ষের সাথে আলাপ-আলোচনা চলছে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়