প্রকাশ : ০৩ মার্চ ২০২৩, ০০:০০
![উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবির বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ](/assets/news_photos/2023/03/03/image-30255.jpg)
চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াসউদ্দিন মিলন বলেছেন, খেলাধুলার মাধ্যমে মেধা বিকশিত করতে হবে। প্রতিটি শিক্ষার্থী তার নিজেকে গোছানোর একমাত্র মাধ্যম হচ্ছে প্রাথমিক স্তর। কারণ প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষা গ্রহণ করবে, সেই শিক্ষার মাধ্যমেই শিক্ষিত একজন শিক্ষার্থী সবচেয়ে বেশি কাজে লাগবে। তিনি বুধবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার ৩৮নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ সুরাইয়া বেগমের সভাপ্রধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ রফিকুল ইসলাম পাটোয়ারী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মামুন আল হাসান খান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুল হাসান খান, আনোয়ার হোসেন খোকা প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী (সিনিয়র) শিক্ষক রোকেয়া বেগম, তাহমিনা খানম, রোজিনা বেগম, মোঃ হাবিবুর রহমান খান প্রমুখ।