বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০২ মার্চ ২০২৩, ০০:০০

মনোহরখাদী কোল্ড স্টোরেজ লিঃ-এ মিলাদ ও দোয়া
বাদল মজুমদার ॥

চাঁদপুর শহরতলীর বাবুরহাট শিল্প নগরীতে অবস্থিত মনোহরখাদী কোল্ড স্টোরেজের আলু সংরক্ষণ শুরু উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দোয়া পরিচালনা করেন বিষ্ণুপুর সিদ্দিকিয়া দ্বীনিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক আল মোহাম্মদ হারুন অর রশিদ। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলু সংরক্ষণকারী কৃষকরা। মিলাদ শেষে কৃষক ও শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কোল্ড স্টোরেজের ম্যানেজার রুহুল আমীন সিদ্দিকী। তিনি বলেন, কোল্ড স্টোরেজের স্বত্বাধিকারী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক গোলাম কবীর চৌধুরী আমেরিকায় আছেন। মিলাদ অনুষ্ঠানে আসার কথা ছিলো। কিন্তু বিমানের টিকিট না পাওয়ায় আসতে পারেন নি। আগামী দু-একদিনের মধ্যে চলে আসবেন। তিনি আসলে আপনাদের সাথে মতবিনিময় করবেন। তিনি আরো বলেন, আলু সংরক্ষণকারী কৃষকরা গত বছর লাভবান হতে পারেননি আলুর মূল্য কমে যাওয়ায়। অন্যদিকে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ায় লাভবান হতে পারেনি। একদিকে বিদ্যুতের বাড়তি বিল অন্যদিকে আলু সংরক্ষণকারী কৃষকদের কিছুটা সহযোগিতা করতে হয়েছে। সেই কারণেই আমাদের কোল্ড স্টোরেজ মুনাফা করতে পারে নি। ২০১২ সালে সিঙ্গাপুরে আমরা আলু পাঠিয়েছিলাম, কিন্তু সেখানেও সঠিক মূল্য পাওয়া যায় নি। যদি বিদেশে আলু পাঠানো যেতো, তাহলে কৃষকরা লাভবান হতো। তিনি আরো বলেন, কৃষকদের আলু চাষে উৎসাহিত করতে হলে কৃষিভিত্তিক কোল্ড স্টোরেজ করার প্রয়োজন রয়েছে। সর্বোপরি হিমাগারের মত কৃষিভিত্তিক প্রতিষ্ঠানগুলো স্বাভাবিকভাবে চলতে পারে এমনভাবে যদি বিদ্যুৎ বিল কমানো যায়, তাহলে কৃষকরা লাভবান হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়