প্রকাশ : ০২ মার্চ ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জে ১৫ শতক জমির ধানের চারা কেটে ফেলেছে চর ইজারাদার!](/assets/news_photos/2023/03/02/image-30224.jpg)
মাসখানেক পরই ধানের শীষ বের হতো। কিন্তু তার আগেই ধান গাছের চারা কেটে ফেলেছে ইজারাদার। ফরিদগঞ্জ পৌরসভার চরমথুরায় ঘটেছে এই ন্যাক্কারজনক ঘটনাটি।
ঘটনার বিবরণ এবং থানায় দায়ের করা অভিযোগপত্রের সূত্রে জানা যায়, চরমথুরার চর প্রতি বছরের মতো এবারও টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ইজারা দেয়া হয়। এ বছর ডাক পেয়েছেন স্থানীয় মাছ ব্যবসায়ী বকুল। এদিকে প্রতি বছরই শুকনা মৌসুমে এ চরে কৃষকরা ধান চাষ করে। আর বর্ষাকালে মাছ চাষ করা হয়। এ বছরও কৃষকরা ধান চাষ করেছে। ধানের শীষ বের হলো বলে এমনই সময় বকুল চরে পানি ছেড়ে দেয় এবং পনের শতক জমির ধানের চারা কেটে ফেলে। ঘটনাটি ঘটে গত ১০ থেকে ১২ দিন পূর্বে। এ নিয়ে বকুলের সাথে কৃষকদের বিরোধ বাঁধে। কৃষকদের পক্ষ হয়ে মোঃ রবিউল গত ২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে কৃষক মোঃ রুবেল হোসেন, মোঃ তোফাজ্জল বেপারী, মোঃ জাহেদ বেপারীসহ অনেকেই এ প্রতিনিধিকে জানান, আমরা চরে ধান লাগিয়েছি। চরে সবসময়ই ধানের ভালো ফলন হয়। এবারও ভালো ফলন হওয়ার আশা ছিলো। কিন্তু চর কমিটি আমাদের সাথে অন্যায় করেছে। ধান আসার পূর্বেই চর ইজারা দিয়ে দেয় তারা। ইজারাদার আমাদের না জানিয়ে চরে পানি ও মাছ ছেড়ে দেয়। ইজারাদার ৭ জন লোক লাগিয়ে আমাদের ধান কেটে ফেলেছে। আমরা তার বিচার চাই।
এ বিষয়ে ইজারাদার বকুল বলেন, ‘আমি ১২ মাসের জন্য এই চরটি প্রায় ২১ লাখ টাকা দিয়ে ইজারা নিয়েছি। নদীতে পানি এসেছে তাই আমি চরে পানি দিয়ে মাছ ছেড়েছি। এখন চর কমিটি যদি ধান রাখতে চায় তাহলে আমার ক্ষতিপূরণ কে দিবে?’ ধান কাটার বিষয়ে তিনি বলেন, ‘আমার দুইজন লোক গতকাল কিছু ধান কেটেছে।’
এ বিষয়ে চর কমিটির সভাপতি মোবারক মেম্বার বলেন, ‘আমরা প্রতি বছর এ চরে ধানের দামসহ ইজারা দিয়ে থাকি। কিন্তু এবার আমাদের না জানিয়ে কয়েকজন কৃষক চরে ধান লাগিয়েছে। আমি তাদের নিষেধ করেছি। এখন যেহেতু একটি সমস্যা হয়েছে তা সমাধান করবো।’
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এএসআই আমজাদ হোসেন জানান, ধান কাটার একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘ধান উৎপাদনের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্যে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রতিকার চেয়ে লিখিত অভিযোগ করবো।