প্রকাশ : ০২ মার্চ ২০২৩, ০০:০০
![ফরিদগঞ্জ আদর্শ একাডেমীর অভিভাবক সমাবেশ](/assets/news_photos/2023/03/02/image-30221.jpg)
ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া গ্রামে প্রতিষ্ঠিত আদর্শ একাডেমীর নবাগত শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মার্চ) বিদ্যালয়ের সভাকক্ষে প্রধান শিক্ষক মোঃ হারুন রশিদের সভাপ্রধানে ও সহকারী শিক্ষক হাবিব উল্যা ভূঁইয়ার সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন অভিভাবক ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন, জেলা স’মিল মালিক সমিতির সভাপতি মোঃ নাছির উদ্দিন হাজী, কালিরবাজার স্কুল এন্ড কলেজের প্রভাষক মাসুদ রানা, প্রমুখ। পরে প্রধান শিক্ষক অধ্যয়নরত শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের বিষয়ে অভিভাবকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, বিগত দিন থেকে ছাত্র-ছাত্রীদের ভালো ফলাফলের উপর ভিত্তি করেই আজ উপজেলাব্যাপী এ বিদ্যালয়ের সুনাম রয়েছে। বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভালো ফলাফল ও সুনাম অক্ষুণ্ন রাখতে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাহলেই ছাত্র-ছাত্রীরা ভালো ফলাফল অর্জন করে আলোকিত জীবনের অধিকারী হবে।