প্রকাশ : ০২ মার্চ ২০২৩, ০০:০০
![জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত](/assets/news_photos/2023/03/02/image-30220.jpg)
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে দলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান ও মীর আনোয়ার হোসেন বাচ্চুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিম উল্লাহ সেলিম।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ফেরদৌস আলম বাবু ও চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ মোঃ হারুনুর রশিদ। আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, চাঁদপুর সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ মোশারফ হোসেন মিয়াজী, মতলব উত্তর উপজেলা সভাপতি নূর মোহাম্মদ খান, হাইমচর উপজেলা সভাপতি মোঃ রেজাউল করিম, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম খান, হাইমচর উপজেলার সাংগঠনিক মোঃ জসীম মিয়াজী।
উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি মোক্তার আহমেদ খন্দকার, খান মোহাম্মদ মোস্তফা কামাল, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন ভূঁইয়া, সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ হানিফ বকাউল, ফরিদগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আবদুল বাছের, হাইমচর উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ, মতলব উত্তর উপজেলার সাধারণ সম্পাদক জুয়েল সর্দার, আলমগীর হোসেন গাজী, আনোয়ার হোসেন মাঝি, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ মামুন প্রমুখ।