প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ০০:০০
![মোহনপুর ও ইসলামাবাদ ইউপির উপ-নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ](/assets/news_photos/2023/03/01/image-30182.jpg)
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউপি চেয়ারম্যান পদে ও ইসলামাবাদ ইউপির সাধারণ সদস্য পদে উপ-নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মোহনপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৯ জন ও ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৮ ফেব্রুয়ারি বুধবার দুপুরে মতলব উত্তর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা ও মোহনপুর ইউপির রিটার্নিং কর্মকর্তা আবু তাহেরের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে এ প্রতীক দেয়া হয়। আগামী ১৬ মার্চ মতলব উত্তর উপজেলার মোহনপুর ও ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
মোহনপুর ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতীক পেয়েছেন মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রধান। স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য কাজী মিজানুর রহমান (অটোরিকশা), সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মোঃ সেলিম মিয়া (ঘোড়া), ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোঃ বদিউল আলম (চশমা), জেলা ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি (ঢোল), সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাস্টার (আনারস), অ্যাডঃ শরিফ মাহমুদ সায়েম (টেবিল ফ্যান), যুবলীগ নেতা ফয়সাল আহমেদ (টেলিফোন), আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান তপাদার (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন।
এছাড়া ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে সদস্য পদে শ্যামল চন্দ্র দাস পেয়েছেন (মোরগ) ও তাবিদ হোসেন পেয়েছেন (তালা)।
উল্লেখ্য, গত ১০ নভেম্বর ২০২২ মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী বাবুলের মৃত্যু হলে এই ইউপির চেয়ারম্যান পদ শূন্য হয়ে যায় এবং ইসলামাবাদ ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য নূপেন্দ্র চন্দ্র দাস ১৫ নভেম্বর ২০২২ মৃত্যু হলে উক্ত ওয়ার্ডের সদস্য পদটি শূন্য হয়ে যায়।