বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ০০:০০

ক্রীড়াই পারে মাদকের ছোবল থেকে ছাত্র ও যুব সমাজকে রক্ষা করতে
অনলাইন ডেস্ক

২৮ ফেব্রুয়ারি মঙ্গলবার হাজীগঞ্জ ডিগ্রি কলেজে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ বেলুন ও পায়রা উড়িয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিনি বলেন, ক্রীড়াই পারে মাদকের ছোবল থেকে ছাত্র ও যুব সমাজকে রক্ষা করতে।

এরপর ছাত্ররা ১০০ মিঃ দৌড়, ২০০ মিঃ দৌড়, ৮০০ মিঃ দৌড়, শট ফুট, চাকতি নিক্ষেপ, হাই জাম্প, লং জাম্প এবং ছাত্রীরা ১০০ মিঃ দৌড়, মেধা যাচাই, সুঁই সুতা, চেয়ার খেলা, লং জাম্প, চাকতি নিক্ষেপ ও শট ফুট প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

খেলায় গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক (অবঃ) মোঃ ফরহাদ হোসেন, দাতা সদস্য আব্দুল মান্নান, বিদ্যোৎসাহী সদস্য অধ্যাপক (অবঃ) স্বপন কুমার পাল, প্রতিষ্ঠাতা সদস্য মাহমুদ আহমেদ মিঠু, অভিভাবক সদস্য মোহাম্মদ শামসুজ্জামান উপস্থিত ছিলেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় গভর্নিং বডির সদস্য ও শিক্ষকদের ফুটবল খেলা এবং মেডামদের বালিশ খেলা ক্রীড়া প্রতিযোগিতাকে আরো আকর্ষণীয় করে তুলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়