বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ মার্চ ২০২৩, ০০:০০

উত্তর শাহ্তলী জোবাইদা বালিকা উবির শিক্ষক রফিকুল ইসলামকে বিদায় সংবর্ধনা
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর শাহ্তলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রবীণ ধর্মীয় শিক্ষক মোঃ রফিকুল ইসলাম পাটওয়ারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি বলেন, সদ্য অবসরপ্রাপ্ত শিক্ষক রফিক সাহেব একজন জনপ্রিয় শিক্ষক ছিলেন। আমার প্রাণের প্রতিষ্ঠান শাহতলী জোবাইদা স্কুুল। তিনি এ স্কুলে জীবনের বেশি সময় কাটিয়েছেন। আমি ছোট থেকেই এ বিদ্যালয়ের পাশেই বড় হয়েছি। এখানে একটি প্রাথমিক বিদ্যালয় আছে, আমি ওখানেই পড়েছি। আমার ছোটকাল এখানে কেটেছে। আমি সকল শিক্ষক সম্পর্কে জানি, সকলেই অনেক দক্ষ ও মেধাবী। রফিক সাহেব প্রায় ৪০বছর ৭মাস সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন এ বিদ্যালয়ে। সারা জীবনটাই এ প্রতিষ্ঠানে ব্যয় করেছেন তিনি। রফিক সাহেব শিক্ষকতাকে পেশা ও নেশা হিসেবে নিয়েছেন।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষক মোঃ রফিকুল ইসলাম পাটওয়ারী।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তাহমিনা আক্তার ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোসাম্মৎ রুবিনা আক্তার, মোঃ ইদ্রিস আলী, সহকারী শিক্ষক দীপঙ্কর দে, মোঃ নেছার আহমেদ খান ও খণ্ডকালীন শিক্ষক শারমিন আক্তার। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ফারহানা মাসুদ, ১০ম শ্রেণির শিক্ষার্থী তিন্নি আক্তার ও রাহেলা আক্তার।

উপস্থিত ছিলেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মেহেরুন্নেছা, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মান্নান ও কম্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসাইন।

সংবর্ধনা শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক মোঃ রফিকুল ইসলাম পাটওয়ারীকে বিদ্যালয়ের সভাপতির পক্ষ থেকে উপহার ও ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী ও প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসসহ অতিথিবৃন্দ। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন শিক্ষার্থীবৃন্দ।

পরে মোঃ রফিকুল ইসলাম পাটওয়ারীর বিদায় উপলক্ষে এক আবেগঘন পরিবেশে ফুল দিয়ে সজ্জিত গাড়িতে করে তাঁকে বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রুশদী।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, প্রবীণ ধর্মীয় শিক্ষক মোঃ রফিকুল ইসলাম পাটওয়ারী অত্র বিদ্যালয়ে ২৮/০৭/১৯৮২ খ্রিঃ তারিখে যোগদান করেন। তিনি দীর্ঘ ৪০বছর ৭মাস চাকুরি করেন এবং গতকাল ২৮ ফেরুয়ারি অত্র বিদ্যালয়ে তাঁর শেষ কর্মদিবস ছিলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়