প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![কচুয়ায় এক ব্যাংকারকে মারধর ॥ থানায় অভিযোগ](/assets/news_photos/2023/02/28/image-30138.jpg)
কচুয়ায় জমিজমা নিয়ে বিরোধের জের নিয়ে ব্যাংকার মোঃ আব্দুর রবকে মারধর করে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। ২২ ফেব্রুয়ারি বুধবার সকালে সদর ইউনিয়নের ঘাগড়া বাজারে এই ঘটনা ঘটে। মারধরের ঘটনায় ওই ব্যাংকার বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহার সূত্রে জানা গেছে, ওই গ্রামের মিয়াজী বাড়ির জিয়াউল হকের সাথে একই বাড়ির বাদীর বাবা হারুনুর রশিদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে বাদী আব্দুর রব কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে ঘাগড়া বাজারে আসলে ওই গ্রামের মৃত আব্দুল মালেক মুক্তারের ছেলে দলিল লেখক মোঃ মাসুদ মিয়াজী আব্দুর রবের গতিরোধ করে এলোপাতাড়িভাবে মারধর করে। মারধরে আব্দুর রবের ঠোঁট তেথলিয়ে দাঁত ভেঙ্গে রক্তাক্ত জখম হয়। আশেপাশের লোকজন এসে আব্দুর রবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করান ও পরবর্তীতে উন্নত চিকিৎসা করার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
অভিযোগকারী আব্দুর রব বলেন, জমিজমা নিয়ে আমাদের বাড়ির জিয়াউল হকের সাথে বিরোধ রয়েছে। কিন্তু দলিল লিখক মাসুদের সাথে কোনো বিরোধ নেই, সে একজন নেশাগ্রস্ত। ২২ ফেব্রুয়ারি সোমবার সকাল বেলা মাসুদ নেশা করে এসে আমাকে এলোপাতাড়িভাবে মারধর করে রক্তাক্ত জখম করেন। তার অত্যাচারে এলাকাবাসী আতঙ্কে থাকছে। আমি পুলিশ প্রশাসনের কাছে তার সঠিব বিচার চাই।
বিবাদী মাসুদ মিয়াজী বলেন, আঃ রবের সাথে আমার কোনো পূর্বের বিরোধ নেই। ওই দিন ঘাগড়া বাজারে আসলে আঃ রব আমার সাথে কথা বলার সময় এক পর্যায়ে তর্কবিতর্কে জড়িয়ে পড়লে দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহিম বলেন, ঘাগড়ায় মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।