বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

সুষ্ঠু সংস্কৃতি চর্চার মাধ্যমে সুস্থ মন ও সুস্থ দেহ নিয়ে আগামী প্রজন্মকে বেড়ে উঠতে হবে
অনলাইন ডেস্ক

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতাণ্ড২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উক্ত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদ। ফিতা কেটে সভাপতি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। স্বাগত বক্তব্যে তিনি বলেন, শিক্ষার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতির চর্চা করে নিজেদের সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। পরবর্র্তীতে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। একে একে দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতা, একক অভিনয় ও নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারকবৃন্দ অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ আনোয়ার উল্যা, গভর্নিং বডির সম্মানিত বিদ্যোৎসাহী সদস্য স্বপন কুমার পাল, অভিভাবক সদস্য মোহাম্মদ শামসুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ সেলিম, শিক্ষক প্রতিনিধি নাজমা আক্তার, শিক্ষক প্রতিনিধি বিলকিস আরা বেগম, শিক্ষক প্রতিনিধি প্রদীপ কুমার দাসসহ অন্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়