প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![প্রয়াত ৬ সাংবাদিকদের কবর জিয়ারত করলেন শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দ](/assets/news_photos/2023/02/27/image-30096.jpeg)
শাহরাস্তি প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন ও সাংগঠনিক সম্পাদক মীর মোঃ হেলাল উদ্দিনসহ অন্য সাংবাদিক নেতৃবৃন্দ প্রয়াত সাংবাদিকদের কবর ও হযরত শাহরাস্তি (রাঃ) মাজার জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে সন্ধ্যায় নিহতদের আত্মার শান্তি কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতে অংশ নেন। ২৬ ফেব্রুয়ারি রোববার দিনব্যাপী প্রয়াত সাংবাদিক আব্দুর রশিদ, সৈয়দ শাহরিয়ার, মীর মোঃ বিল্লাল হোসেন, মোঃ আবুল খায়ের ও সাংবাদিক মোঃ জাকির হোসাইন খানের কবর জিয়ারত করা হয়। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ প্রয়াতদের পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বাদ মাগরিব হযরত পীর শাহরাস্তি বাগদাদি (রাহঃ)-এর মাজার শরীফে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শাহরাস্তি প্রেসক্লাবের নবগঠিত কমিটি তাদের কার্যক্রম শুরু করে। মিলাদ মাহফিলে প্রয়াত সাংবাদিকদের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুন, সাংগঠনিক সম্পাদক মীর মোঃ হেলাল উদ্দিন, প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি সজল পাল, সদস্য ফয়জ আহমেদ, মোঃ কামরুজ্জামান সিন্টু, মোঃ জামাল হোসেন, মোঃ মহিউদ্দিন, সাংবাদিক রুহুল আমিন ও আহসান হাবীবসহ মাঠে কর্মরত সাংবাদিকব ৃন্দ।