প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
![চাঁদপুর সদর ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল](/assets/news_photos/2023/02/26/image-30044.jpg)
বিদ্যুৎ-গ্যাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং পাঠ্যপুস্তক হতে ধর্মণ্ডজাতিসত্তা বিরোধী বিষয় বাতিলের দাবতে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
গত ২৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সসদর উপজেলা শাখার আয়োজনে এ মিছিল ও সমাবেশ করা হয়।
চাঁদপুর শহরের পালবাজার চত্বর এলাকায় মিছিলপূর্ব সমাবেশে সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে শত শত নেতা-কর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী কেএম ইয়াসিন রাশেদ সানী। তিনি বলেন, বর্তমানে নিত্যপণ্যের দাম যেভাবে বাড়ানো হয়েছে, তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ফলে স্বাভাবিক জীবনযাপন এখন কষ্টকর হয়ে পড়েছে। তার ওপর
বিদ্যুৎ-গ্যাসসহ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বড় বিপর্যয় ডেকে এনেছে। বাজার নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে।
চাঁদপুর সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর।
সদর উপজেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ হাবিবুর রহমান ও পৌর ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মদ আহসান উল্লাহর যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন, জেলা যুব আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক এইচ.এম. নিজাম, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারী ডাঃ মজিবুর রহমান, পৌর ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি কেএম মাসুদ, পৌর ছাত্র আন্দোলনের সভাপতি মুহা. ফরহাদ হোসাইন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।